গভীর এবং গাভী- দুটোই  গুরুগম্ভীর আওয়াজ তোলে।
যেন খিলান আড়ালে আবক্ষ প্রহরী।
অদৃশ্য থেকেই কেউ ডাকল
মেঘ
একা করুণ দলছুট শাবক হাতিটির মত
এক ঝাঁক বৃষ্টি ছিটিয়ে গেল
এও এক প্রিয় সিঞ্চনের খেলা
প্রাচীন যুদ্ধবাজদের  বর্ষণের রীতি
এ আর্দ্রতারও প্রয়োজন ছিল বড়
জলসংকটে ভুগছে ঋতু
আমলকি বনের হাহাকারে কিছুটা তো দিয়ে গেল
আদরশালীনতা
পাখিরা ঠোঁটে করে নিয়ে এল অহীরা গান।
.....................


*(অহীরা গীত-বিশেষ জনজাতীয়া পরবে পুরুষকন্ঠে গাওয়া হয়
ঝাড়খন্ড ও পুরুলিয়া অঞ্চলে গৃহস্থ ও পালিত পশুর মঙ্গলকামনায়)