রাঢ় বাংলায় ভ্যালেন্টাইন সূর্য জ্বলে,মাদক মহুয়া-আকন্দফুলে
ছেয়ে যাবে সবটা।
একদিকে উদরভরা ভন্ডামি নেতাদের ,কাঙালীপনায়
হাসে সহর্ষ মেঘ,চেরা বিদ্যুতে মেছুয়া প্রকল্প ।
বসন্ত কড়া নাড়ে বাস্তুর সংসারে,ঘুলঘুলির রোদটা জড়সড়
প্রথম সম্মাননার পদকপ্রাপ্তির মত বুকে রেখেছে দোলকঘড়িটা।
৩ টে ৩০।
অন্তরের বেদখলি জমিনে কাশের পর এবার আকন্দ ফোটার পালা।
কারো প্রতীক্ষা মিথ্যে বলতে শেখায়।
.................................