সহস্র সুর্য আলো আড়াল  করে আছে
পরাশ্রয়ী হিংসা ও অন্ধকার।
তাবুদের দেশ থেকে উঠে আসছে স্বজনহারা আর্তনাদ ...

শত্রুরক্ত চাইছে মাটি
শত্রুরক্ত চাইছে মাটি

কলামে ধিকৃত ক্ষোভ, বারকোষ ঘুরে যাওয়া পিঁপড়ে
কিছু মাটির দিগ্‌গজ
এক পৃথিবী ঘৃণার দিকে ঘৃণাই শুধু
গোকুলে বাড়ছে

শত্রুরক্তই চাটছে এখন মাটি।

...........................