দুর্ধর্ষ বসন্তকাল বলে কিছু নেই আমাদের!
পাখি ও প্রেমিকের মাঝামাঝি কোনও ঋতু নেই
চেরীফুলের ঘ্রাণ নেওয়াও পাপ ,দেশ রচিত হয় দ্বেষে
সাত সমুদ্রের নুন যেন শোকের ভার ...
অতএব
দুরাভাসে আলাপ সেরেই ফিরে গেছে বিদেশী বন্ধু
আল্পসের তুষারপাত,
বর্ণাঢ্য ম্যাপল পাতার শোভাযাত্রাদের
বড়ই হিংসে হয় যখন তখন।
...........................