এমন কোনো চিঠি নেই হাওয়া এসে উড়িয়ে নেওয়ার
লাল ডাকবাক্স নেই কাছাকাছি বসে জোড়া কালো ফিঙেনাচ দেখার
শিমূলফুলে যতটা আবির ভরে রাখা ততটা ভালোবাসাও হয় না এক জীবনে
স্মৃতি থেকে এমনি খসে অগুনতি প্রলাপ,
মওসুমের বৃষ্টি এসে
আরো দেয় অসংযত ডাক, দোলখেলা এসে গেল তবে
বসন্ত দেখায় রঙিন ইন্দ্রজাল
নান্দনিকে বাঁচব বলে প্রাক্তন প্রচ্ছদ যত
ঢেকে দিই ম্যাপল পাতায়
---------------------------