পরস্পর নিঃশ্বাসের শব্দ শুনি, কানে তালা ধরে
এত শূন্যতা --কোলাহলেরই নামান্তর!
চুপ থেকেও সবাই কিছু না কিছু বলছে, মুখে পুরছে
সুগন্ধি পানমশলার মত
যান্ত্রিক শুভেচ্ছা বার্তা
ভেসে আসছে নিউরোস্রোতে
''পাশে আছি, থাকবও ম্যানিকিনের পাশে।''
...............
বহুদূরে
লাল টিপের করমচা খেত ...
সূর্যাস্তে চৌষট্টিকলায়
নিজেকে মেলে ধরেছে কৃষক-রমনী!
_______________________