পৌষের গন্ধটা বলে দেয়
আগামী কাল মকর সংক্রান্তি।  
নবান্নও সাড়া দেয় পাড়া গাঁয়ের নিঃস্ব আমন্ত্রণে
গুড়-নাড়ু-পিঠেতে আছে জন্মান্ধেরও অধিকার
রসের ফোঁটায় দু ফোঁটায় ভরে যায় হাত
ম’ম গুড়শাল
গুড়ের লোভে ঘ্রাণলুব্ধ পাড়ার কুকুর
রসে বসতে গিয়ে পিছলে যায় ঝাঁকের মাছি।