ঠিক এভাবেই
মানবিক ছোঁয়া পাবার আশায়
হাঁটি-হাঁটি পা পা করে এগোয় নিকোটিন ও কাশির শব্দ।

কুটোর মত উড়ে
জীবন, মৃত চাষে আরো কিছু ধূলো ও
ধূসরসিক্ত ফুল।

বাঁচা যেন দীর্ঘ কৌতুক
জীবন সম্যক মাধুকরী,
আলোচাল পেলে
পায়েসের গন্ধ পড়ে থাকে হাত কামড়ে।

..................