কাঠগুদামের দিকে
একটা পুকুর বোজানোর চেষ্টা চলছে, কালচে শ্যাওলার স্তর পুরু হয়ে
মানুষের মন,পিতলের ঘটি বাটি দু' একটা হিসেবের বাইরে ছিল যা এতদিন
জল লোপাট হলে জলাশয়ে পাখির ডানা ভেসে থাকাও আর দেখা হবে না কোনোদিন
তার আগে
দু'চোখ অন্ধ হলে ভালো হত
-------------------------