মাঠভর্তি ফুটি ফেটে যাওয়ার নোনা আওয়াজ ...  
যে দিকটা নরম কুমড়োফুলের বিছানা-
মানুষের থেকেও বড় ওম তাদের!

বছরশেষের একটাই মাস সেও পরখেই গেল হারানো-প্রাপ্তির,
জবাব নয়,  পড়ে থাকে আয়নায় প্রশ্নবোধক অজস্র কথারাশি।

পাকদন্ডীতে মরণ খাদ মিশিয়ে দেওয়া  কুয়াশার মধ্যেই
ছুটে যেতে হয় আরো একটা জীবন নিয়ে
নির্বাহের দিকে-
সৌজন্য যায়  নিষ্ফল ,
দুপুর থেকেই অচল
মনে মনে ঘুমিয়ে থাকা সাইকেলও সারিয়ে নেয় নিজেকে।

--------------------------------------