১)
বিষুবচ্ছেদে অন্ধকার পার করে আসা
কুয়াশাও কুহকী
খনিজ অভ্র জ্বালিয়ে রাখে নিশুতি রাত
অমীমাংসিত সন্ধিতে শুধু বেঁচে থাকার আয়োজন
এক নিদ্রালস কাক ডেকে ওঠে
প্রবীণ পৃথিবীতে
আমি চাই
যোগিনী রাতের অন্ধকার জ্বলুক
আর প্রেমে
সহমরণের চিতাও ...
২)
হেমন্তেই প্রেমের সীমানা বর্ধিত হয়েছে
রক্তে পিত্তে সোহাগ জ্বেলে বসে থাকি
প্রশ্নাতীত আনুগত্যে
আখের শ্বাস সজল,
নিচু স্বরে কথাবার্তা হলেও
শের-সায়েরী,
সান্নিধ্যে এলে গজল-গালিব
দৌত্য বেজে ওঠে তখন
বোঝা যায় ভালোবাসা নামের শুদ্ধস্বর
গূঢ়ার্থ এত ...