শীত এলেও তো সেই ভাঙাচোরা,অমসৃণ...
ছায়া ছায়া দ্বিপ্রহর
দিনের আলোর কতটুকুই বা পড়ে থাকে?
জুবুথুবু ঘাস পাড়াগাঁয়ের, কুয়াশা-ভেজা নিয়নে রাত ছোট হয়ে আসে
...
ছবি আঁকে তিনকোণে
ত্র্যহস্পর্শের
ছবি নয় চিহ্ন ছাপ দূর্যোগের …
গৃহযুদ্ধ
হতাশা
লঘুচাপ
নেমে আসা সাগর বন্দরে
..
জল নয়,
ডাঙার জীবনে ফেরার ভয়
মাঝির চোখ সরু হয়ে আসে অববাহিকার মত।
...........................