চিরকালীন কথাই জমিয়ে রেখেছি তোমার জন্য…
বসন্ত আসুক বা না আসুক কথার আলোটুকু তো আসুক,
জানাও সেভাবে
সোঁদা বৃষ্টিমাখা মাটি-মাটি গন্ধ যেভাবে উতলা করে
ভালোবাসা কতটা
বিষম জন্তু মেতে ওঠে পলমাত্র বুকের বাঁদিকে?
পাখি-পাখিতে ফতুর ভরাট শূন্যস্থানগুলো ?
পাখি তো উড়ে যেতেই আসে খবরাখবর জেনে
আমাদের আকাশটা দাও নি তাদেরকে সম্ভবতঃ…
জানালে ভালো
অত খারাপ লাগবে না জানি শুনতে আর
...