বৈরী আকাশও খোঁজে ওম, মেঘের মিনার আড়ালে সূর্য হাসে।
পাগলা ষাঁড় শত্রু খুঁজে খুঁজে হয়রান
জীবনের দু’ দিকেই যেন লাল কাপড় বাঁধা
রক্তে দেয়াল রাঙা হয় শুধু
কাঁটার রক্তাক্ত ক্ষত নিয়ে প্রজাপতি পড়ে থাকে ডানা গুটিয়ে মাটিতে
কার কত ক্ষত জানা নেই
শুধু দড়ি টানার খেলায় দু’দিকের খুঁটিই উপড়ে আসে।
..............................