অহংকার ও পতনের বাইরে কিছু অশ্রু,
মৃত পালক ও ফুল,
এমনিই ঝরে যায়।
কাল সারারাত আষাঢ়ের জল ভেঙেছে খোলা ছাতে,
অবশিষ্ট বিন্দুগুলিরও যেন ঝরে পড়ার তাগিদ!
ক্লান্তিহীন ঝরতে থাকা বৃষ্টির ফোঁটাগুলো
সমুদ্র হতে চেয়েছিল ভোররাতে।
সূর্যের রক্তচক্ষুর সামনে সে ইচ্ছেও উবে গেল
কর্পূরদানার মত!
কিছু ইচ্ছেরা এমনই... অদৃশ্য নিয়ন্ত্রণাধীন!