কি আছে ভেতরে
সাদা পাপ
লুকোছাপা চুরি
টুকটাক মিথ্যের কিছু...
টোকা বিদ্যেতে
হস্তাক্ষর মিলিয়ে
সইসাবুদ নকল করে
কলম কাগজে
মাত্রাছাড়া জনদরদী সব
নির্লজ্জ বেহায়া এমন অপবিশেষণ শুধুই
কানের পাশ দিয়ে ছোঁড়া তীর
হিংসায় জতুতে দেয় ইন্ধন
পোড়ে সুশীল জীবন
কেঁপে যায় পোড়া হিরোসিমা
নাগাসাকি,নালন্দা পর্যন্ত!