রৌদ্রদগ্ধ দিনের সড়ক
বিন্দু বিন্দু আলোয় সাজতে থাকে, হাইরাইজ মিনারগুলো
আর মিউন্যাসিপ্যালিটির সৌধ
খ্যাপা তখন ঘুরে ফিরে ক্লান্ত হয়ে অমায়িক উদাসীনতায়
ছুঁয়ে যায় প্রতিটা ল্যাম্পপোষ্ট
যখন চৈত্রসেলের কাগজ উড়বে না
তখন কুড়ানোর কিছু না পেয়ে পেপারওয়েটের মত ভারি হয়ে ওঠে তার
ঝাকড়াচুলের মাথাটি-
এ মনস্তত্ব বোঝাবে কাকে?
একরাশ কৌমঘৃণা কাদের উদ্দেশ্যে ছুঁড়ে মারে?