ঘাস শুকিয়ে মাঠ,মাঠ শুকিয়ে কাঠ!
পাতালের জলে শেকড়ের ম' ম' টান। বিষন্ন বাজতে থাকে
মেঘমল্লার, পদ্মপুরাণ।

আগুনপোড়াসন্ধ্যায় স্নানের জলই সান্ত্বনাবাক্য
কতকাল যেন মৌসুমিবায়ু  নিষ্ক্রিয় হয়ে রয়েছে
জুলাইয়ের পেটে ঢুকে পড়েছে শ্রাবণমেঘের মিহি মন্তাজ...

নিরীহ প্রাণের দফারফা হবে এইবার
খরার গ্লানির মত অগ্নিমূল্যও ভাবাচ্ছে দিনরাত।
...........................