একুশটি জোড়া শালিকের কসম,
ছিপ ফেললেই মাছ ধরা যায় না।
গুটিকতক হরিয়ালি পালক পড়ে আছে,
এসেছিল হলুদ পাখি সে
বসন্তের রোমাঞ্চ নিয়ে
খড় খোঁজার অছিলায়
ভেসে গেছে আবার কোন্ দিগন্তে...
.............................................