সড়কের ফ্যাকাশে আলো ফুঁড়ে. দিগন্তনির্জন মাঠে প্রথম ফাল্গুন
ফিকে হয়েই ধরা দিল এবার। প্রথম প্রার্থনার মত সমুদয় বৃষ্টি দুপুরের
আধচালা কুঁড়েতে...
তন্দ্রাবিদ্ধ জিভ যায় অতলান্তিকে তলিয়ে
আগের মত গল্পগাছা নেই
তবু খুঁজি প্রতিবেশী
বারান্দার খামোশিতে
মেঘ-ঢাকা কন্ঠস্বর …সেই সম
মেদুর সম্ভাষণ অথবা কুশলে মুড়িয়ে রাখা
আবেগে-উৎকন্ঠায় জলের প্রাচীন সর
-----------------------------