মধ্যরাতের এই পৃথিবীটাকে আমার এতিম মনেহয়।

ঝাড়বাতি উপুড় হয়ে ঘুম পাড়ানো শেখায় গৃহস্থকে।
কেউ শেখে,কেউ না শেখার ভান করে,
তার চোখে আটকে যায় চাঁদের নীল শিখা।

শরীর জুড়ে আত্মরচনা।নিজের অন্বেষণে একা মানুষই খোঁজে জিরো
আওয়ারের সমীক্ষা।
কাঁটার বাহুচ্ছেদে সংক্ষিপ্ত লেখা তবু অনুবাদ রয়ে যাচ্ছে
পয়ারবদ্ধ জীবনী ভাষ্যে
কেউ আবার একান্ত অবলম্বন যষ্টিটা
খুঁজে বেড়াচ্ছে শ্বাসবন্ধ অস্বস্তি নিয়ে,এই খোঁজে
পায়ে পায়ে ধুলো মরে
আর
বালির লিপিতে লেখা দিনগত ক্ষয় ।