সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে দেখে নিই
                            জলভরা আকাশটা
খেয়ালি বাতাসের ইশারাতে
দেহ ভাসাতে মন যায়,
           কুবোপাখি
হয়তো একটানা বন্ধনেও থাকে মুক্তির স্পর্ধা ...


বানের জলে ভাসে গ্রাম কে গ্রাম
সম্বল বলতে পাঁজর বের করা গরুটা
                  নিপাট জমিনে
নোনা ঘাস খেয়েই যাচ্ছে আনমনে...
জন্ম ফরিস্তা


অসুখের এই ক্লীবখেলায় অপটু আমরাই
মনেহয় হেরে গেছি
এ খেলায়
রেফারির কূটবাঁশি
     বাজে নি তো!

..................