একটা দ্রুত বিচ্যুত তাল মাটি কাঁপালে
মিথুনমূর্তি থেকে পালায় সাপ।
এই তালপতনের অনিন্দ্যসুন্দর বলি হলো
আপাতনিরীহ পিঁপড়েরা, কিছু সন্ধিপদীও
উপাঙ্গ রেখে পালালো
একটি-দুটি চড়ুই
মিহিজাম পাতার রুমাল উড়িয়ে অদৃশ্য হল।
এরপর সবকিছু আগের মতই ঠিকঠাক, স্বাভাবিক
তবু কেন জানি মনে হলো-
আজকের মত খেলা শেষ
ছায়া্টাও মিইয়ে গিয়ে
ইতি টানল বিকেলের।
-------------------------