রক্তচন্দন,তিল-তর্পণ কর্পূর ফুরিয়ে আসছে প্রদীপের..
পরমায়ুও
বর্ষাতি ভুলে যাওয়া নতুন শরতে
কে যেন আসবে বলে
খোলা চিঠি দিয়েছিল
দূরত্বে জমে উঠেছে চড়ুইয়ের খুনসুটি
জানলার শিকে আটকে আছে নামহীন কার্পাস
কে যেন আসবে বলে
কাশফুল ছোঁয়া-দেখায়
মুগ্ধ হতে ছিল তার মাটির পৃথিবী