কালবৈশাখীর কোনো দুপুরে
দোদুল্যমান গাছের ছায়া দেখে দেখে  শান্ত করি নিজেকে।
মেহেদির কাঁচা বেড়া
ঢলে পড়া জমিনে যেন বয়সী বাড়িটির বিশ্রাম লিখছে।

খোঁচা দেওয়ার স্বভাব থেকে আপাত
বিরত  রয়েছে কাঠঠোকরারা ,তুমি তো হও নি!