এলাকা শান্ত হলে বুঝি
বাসাভাঙা কাঠঠোকরা নারকেল গাছের শরীর ঠুকরে যাচ্ছে
কি নির্মম আক্রোশে
হুস্ করতে গিয়েও থেমে যায় হাত

বুঝি,জানি
কারো প্রথম দেখার চৈত্রমাস, কারো সর্বনাশ!