ইদানীং
সব কিছুর মধ্যে কেমন ঘোরলাগা
মেহেদী শরম নরম গরমে
দশরকমের চুরমার

যেন সামান্য নড়চড়ে  বসলে
সেলাই ফেটে বেরিয়ে আসে কথাবলা পুতুলদের সাদা তুলো

একতারা নিয়ে বসে থাকে রাধাবোষ্টমী দুয়ারে..
যাত্রাপালা ফুরোতে চায় না
দীর্ঘশ্বাস আঁচলে জড়িয়ে
শস্য পৃথিবী
রং নেই,আপাত বিষন্ন তবু আলোসম্ভাবনার দিকে উড়ে যাচ্ছে অংকুরিত বীজ
থেকে বীজতলা
বৌদ্ধ মাটি ও জল

ইদানীং সব কিছু কেমন ঘোরলাগা বিষুবে ...কানামাছির ভোঁ

..............................