নৈঃশব্দ্যের ইদারায়
ডুবে যাচ্ছে প্রাচীন শব্দকলস,
ভেজা উপবীত তর্পনের... নাভিমূলে জড়িয়ে
কাকভোর সকাল
সদ্য উত্থিত কাশবনের আহত স্বর,
আগমনীর আগে কেনই বা বাজছে বিসর্জনের ঢাক
কিছুতেই আন্তরিক হচ্ছে না সুরটা
একাত্ম হচ্ছে না মনের সাথে...
শীর্ণ বাঁশপাতার মত তিরতিরিয়ে কাঁপছে
চোখের মাস্তুল
আনন্দধারা বইবে না নাকি আজকের ভুবনে?
.....................