উষ্ণ বাতাসও রগুড়ে, নতুন শসার চিকন শরীর দোলে…তারপর?
খাঁ খাঁ মাঠ থির থির কাঁপছে কারো বুকের রোমের মত,
কাছে অথবা দূরে-
প্রাণ মুচড়ে ধ্বনি দেয় বিপজ্জনক হাওয়া আর মৌমাছিদের গান।
আমি নিশ্চিত পরস্পরকে পেয়ে যাব একদিন
কোনো এক তিথিডোরে
স্পষ্ট দেখছি গোড়ার দিকে পাথরে লেখা দুটো নাম আছে একই সময়ের
দুটো ঠিকমত পড়া যায় না ,আমি পারি