নিঃশ্বাস গিয়ে নিঃশ্বাসে বিঁধে,চাদরে ঘুষঘুষে জ্বরের গন্ধ
রোমাঞ্চ! রোমাঞ্চ!
যতটা না নতুন হিম তার চেয়েও…
জ্বরপ্রবণ এই অঘ্রানী সময়টা
ফেউ’য়ের মত পিছু নেবে জানি প্যারাসিটামল চাঁদ
তবু জ্বর হোক্, জ্বর হোক্
পারদের বিষিয়ে ওঠা নেই
আদুরে জ্বর সে তো অনেকটা শরিকের মত  
জোরদার
মন দখলে