১
মাছের মত মিহি ঠোকর দেয় চোখ
যে চোখে যুগলবন্দী ইশারা
এসব দেখে দেখে মন শান্ত....সমুদ্রও।
২
ভুঁইফোড় অঙ্কুরোদ্গমে রাঢ় মাটি সোহাগী হচ্ছে
সংসার ও সীমাবদ্ধতার বাইরে দুপুরের চৈত্র ঝড়
জানলার পাল্লা খুলে সামান্যই বাড়িয়েছি হাত
খরশান ধূলোর বদলে পেয়েছি বর্শাফলার মত নতুন বৃষ্টি
লাগছে হাতে খুব
বলা তো যাবে না
............