সবকিছুই বেসামাল
যৌথ বসবাসে
পাপোশও রঙহীন

অনভিপ্রেত হলেও সহজভাবেই এগিয়ে চলে
সমাজ সংসারের
নরম বিপরীত ।
#
ক্লান্তিতেও লেগে থাকে
পথ ও যাতায়াতের হয়রানি কথা

সান্ধ্য দরজায়
অবিরাম ধাক্কা মারছে হাত
আর একটা গোটা দিনের তিক্ত অভিজ্ঞতা।