অকথিত এক আদিম জগতে যেন আমাদেরই, থাকি আমরাই-
স্বপ্নবসতির দিকে মুগ্ধ চোখ,
নরম চাঁদের মত  খোলা খাতা, পালক কলম,
মায় কাগজ ফেলার  ঘাসের তন্তুতে বোনা  ঝুড়িটি-
এক কোনে সরিয়ে রাখা তিমির মোম, হাড়ের দেশলাই।
আলো না জ্বালালেও  শুক্লপক্ষ চাঁদ,
সেটা লেডলাইটের মত ঝলমলে না হলেও
আলগায় ছেয়ে থাকে
সুখ অসুখের ঘর
যৌথ আয়নায় মুখের পাশে মুখ
আমি,তুমি
কাছাকাছি হলে  নাদ ও শ্বাসের সঙ্গীত
কিছুটা বিপ্লবী গানের মতন শোনায়।

--------------------------