একাই বইছি
চারকাহারের ভঙ্গিমা

শকুন ও শিকারের হাহাকার-রৌরবের পাশে
পৃথিবীময় এক বৃদ্ধ আলো
শুধু
জশনের রাত মানায়।
যদি বাজাতে পারো অদ্ভুত ফুঁ'য়ের বাঁশি
তবেই এসো ছলনায় ...