সময়ের বিপরীতে পৃষ্ঠা উল্টালে মন্থরতা আসে এক
কবিতার মতই...
আয়না বোঝে স্নানের ভেতর সেই তাগিদ নেই
এই লবেজান দুপুরে সেই অপেক্ষারা নেই ...
মায়ের ডাক নেই খেতে যাওয়ার
চিতলের ঝোললাগা সে আঁচল নেই
ভুনা লইঠ্যার ভুরভুরে গন্ধ অন্য এক
সমুদ্রপাড়ার জন্ম দিত
অভুক্ত ঘুমে জড়িয়ে যাওয়ার আগে
কানের পাশ দিয়ে রুহ বলে,
চল্ পালাই
অন্য জন্মের দুপুরে '।
নিরন্ন অনুভবে উপলব্ধি করি
খেয়ে উঠলাম
ভরপেট।
........................