জঙ্গলও মাপে তার কি কি তুমি নিলে
যা যা নিয়েছ কি দিয়েছ তার বদলে ?
হাওয়ার সানকি ভরে দুঃখবকুলে
জঙ্গলও মাপে তার কি কি তুমি নিলে
পাতাগুলো লজ্জা বুকে গাছের আড়ালে
দাবানলে নয় ঘৃণায় অন্তর জ্বলে
জঙ্গলও মাপে তার কি কি তুমি নিলে
যা যা নিয়েছ কি দিয়েছ তার বদলে ?