নারী এবং নর-
এর বাইরে বিশ্বস্ত বন্ধু, পরমপ্রিয় হয়ে ওঠার গল্প
নেই আর।
বদলে যাওয়া প্রসঙ্গের ভেতর,
খেই-হারানো অজস্র কথার ভেতর
বাড়ছে ইমোটিকনের সংখ্যা...
স্বল্প জোত্স্না চাঁদের বৈধতা
পরকীয়া আসলেই রাতজোনাকির মতন--
রাত আড়াইটেয় ভোর আর ব্যথার পরিক্রমা সেরে
অন্ধকারের চিতায় আত্মহনন!
সূর্যোদয় কাঁধে হাত রাখলেও
তাদের কোনোদিন সকাল দেখা হয় না।
.........