১)
অন্ধ তমসও গুঞ্জনরত চঞ্চল পাখির মত।
সমস্তই জ্বলে ওঠা ভাঁটির অন্ধকারে ...
ঊণ ঢেউয়ের সর্প ঝিলিক

তোমার কথোপকথনের মত  জানলার
চমৎকার ফুলগুলো,
তার নুয়ে পড়া গন্ধে
জমে ওঠে রোশনচৌকি
দূর নহবতের …

তোমার গন্ধের কণারা মিশেছে
শরৎমাটিতে,বকুল ছায়

এরপরও কি বলবে অতীত ভুল……
বর্তমান-ভবিষ্যৎ ব্যর্থ সবকিছু ?
……………

২)
আর  হাতে ধরা কমলা বেলুনটি
পিন ফোটানোর ব্যথায় মুহূর্তমধ্যে  চুপসে যায়

পেরেকের ব্যথা সয়ে সয়ে কাঠের গায়ে কত যে নীল…

শ্যালো”র লাল বিকার নিয়ে অন্ধ সেচের জল স্থিরতায়
তবু ভেতর ভেতর কতটা অশান্ত

অভ্যস্ত হয়ে যাওয়ার পর শেকলের বেগুনি কালশিটে
মাংসের ত্বকে অরূপ হয়ে ওঠে, অপরাধীই জানে।