শালুক-পানা, ঝাঁঝি দাম পেরিয়ে আসে মাছরাঙা
কাছি খুলে পাড়ে বসে খেয়াল হয় জলশূন্য ঘাট…
তরাইয়ের দিকে মরা বোতল গড়াচ্ছে
কারো না কারো ফেলে যাওয়া ...

দৃষ্টিতে কেন বারবার আসে মরুনদ?
অস্থায়ী চরে চাষের ক্ষতে জল দ্রুত মরে গেছে
নুনের  প্রলেপ সবটাতে ,
ঘুঘু-সরালি বাসা বাঁধে নি বুকে!

রোগ জ্বালা ধরানো আগুন বাতাস...
ঝরে যাওয়া শেষ মরা পাতাটা
হরিণ চেটে নিচ্ছে শিরা টান করে
শুকনো জিভে রক্ত কৈশিক কাঁপন ছড়ায়।

------------------------