..এবং
পরবর্তী শ্রাবণেও থাকবে
রাজপথের রুক্ষতা ও
শীতল হওয়ার অপেক্ষারা।
জলকণা বিষুবের ঝরে পড়ে ইতঃস্তত...
অনভিজ্ঞ ভিস্তিওয়ালারা আসে নি তো
বৃষ্টি ফেরির সেদিন কোথায় আকাশচুম্বীতে?
এসফল্ট নৈরাজ্যে চলে হতাশা
সাবেক বাতিদান জ্বলে নিষ্প্রাণ আর
চবুতরার পরী
নেচে নেচে যেন বলে-'গান কই গান?'