বৃষ্টিতে ঠান্ডা হয়ে আসে ব্যালকনি
মুঠোর কৃষ্ণতাপ ছড়িয়ে যাচ্ছে ঠান্ডা ইথারে
শরী্রে শান্ত প্রকৃতি এখন তবু
এমন বৃষ্টিদিনে ফেলে আসা স্মৃতি শুধু
বিষাদ সংক্রমণ ঘটায়
একটুও জলভেজা বেশি তুলে আনা যায় না
মনের কাছে
শব্দের কাছে
স্মৃতি সততই পোড়ায়
বুক ঠুকে ,কপাল ফুঁড়ে উঠে দাঁড়ায় মিহি জ্বালাতন!