নিঃশ্বাস-প্রশ্বাসে জমা হচ্ছে অধিকতর মেঘ, অন্তত একটা দীর্ঘশ্বাস  
ন্যানো সেকেন্ডে পোড়াচ্ছে দুরান্তের কুয়াশা

কারো আসা নেই, অভ্যাগতের পায়ের ধূলো নেই প্রান্তিক স্টেশনে

যাওয়ার নেই অধিকতর,
সকাল হতেই আ চৈ চৈ ডাক-
পৃথিবীর
খুঁজে চলেছে তার পোষ্য পালিতদের...
জগতের অনাথালয়ে
মা-মরা এতিম সবাই ফেঁসে আছি
দাঁতে দাঁত, ছেঁড়া আস্তিনে

.........