১
বৃহস্পতি জীবনের অনাকাঙ্ক্ষিত গন্ডিকে
পাশ কাটিয়ে গেলে
দুঃখ-কষ্টও কিভাবে যেন হয়ে ওঠে
বীণাবাদিনীর শতদল
মাথার কোষে একপ্রকার ঝলমল
পায়ের ওপর পা তুলে ভাবি অন্যরকম যোগাযোগের কথা,
তার কথা।
আপন প্রেমের স্পর্ধা তার আকাশ ছুঁয়েছে
রঙ-বেরঙি ঘুড়ি-সাজে
আমাকে দু ডানা উড়তে শেখায়
সে অঞ্চল...
২
সময়টা এমন
ঋতুপরিবর্তনের জেরে
অবশিষ্ট শীতলতাও হাত ছাড়িয়ে চলে যাওয়ার মতন…
পাতানো সইমুখ যেন
জলকে চলার ঢঙে
সেই তাকে চলে যেতে দেখা
কুয়াশার আল টপকে,
সে যেন দেখতেই শেখে না
তার উদাসীতে বসন্ত নির্লজ্জ হাসছে ...