সুন্দরের স্পর্শ পেয়েই তুমি নেচে গেয়ে ওঠো মিনারে
ভেবেছিলে পৃথিবীর সব ক’টা ফ্লাইওভারে,ফাঁকা রাস্তায় অর্গ্যান বাজাবে
একদিন
সুযোগ বুঝে করতালি,সালসা নাচ
ব্যস্‌ এতটুকুই খুঁজেছিলে জীবনের দামে ...

তুমি জানতে না
উড়ালপুল মানেই মাথার উপরে টাঙিয়ে রাখা মরণছাদ!

তুমি জানলেও না
দু মিনিট নীরবতায়
তোমার স্মরণে শোকসভা হচ্ছে ,কোথাও মোমবাতি মিছিল
আর তুমি তোমার হারানো পা খুঁজছ নগরীর ধ্বংসস্তূপে!