আর সে অতর্কিত প্রজাপতিটির উড়ে আসা...কালো-কমলাছোঁয়া রঙ
চোখে ধাঁধা ধরায় ক্ষণিকের
ঊনতম পাখিটিও প্রজাপতির মত লাগে।
মলিদা-জড়ানো স্বপ্নের আবছা চেহারা
কোনদিনই স্পষ্ট হয়ে ফুটে ওঠে না
শান্তি নিখোঁজ জলছবির
এখন মুখোশই চোখ
মুখোশের ভেতর যে কথা তৈরী হয়
তার ভেতর হারিয়ে যাচ্ছে সবাই কত দ্রুত ...
মানে ডুবসাঁতারে যা হয়-
সবটুকু অন্তর্ধান নয় তবে মধ্যেকার রহস্যটা রইল।
.............................................