এক একটা দীর্ঘ দিন, বিস্তীর্ণ কফিনে হাত পা মেলে শুয়ে থাকার মত...
নিশীথযাপন পেরিয়ে
         এক এক চেনা ভোর,
পাতাকুড়ুনিদের নাগাল পায় না দিনের শহর!

মোট বওয়া রাস্তায় আরেকটু ধূলোর সন্ন্যাস

মন্থর যাম পেরিয়ে গেলে প্রশ্নে প্রতিপ্রশ্নে সেজে ওঠে
নিত্য ঘরসংসার
কাঁচের বাসন, থালা দু'একটা এদিক ওদিক...

নিত্য বাঁধনেই মুক্তি ঘোরতর সংসারীর।

............