সব নিশাকাল পুরুষ প্রকৃতির
সব ছায়া একটা সিপিয়া রং
সব শব্দ গুঢ় অভিধানে রাখা নেই তেমন
সব প্রশ্নের যা নেই, উত্তরেরও নেই তা-
সততা ও অনুবীক্ষণ
সব আছে'র মধ্যে আসলে কিচ্ছুটি নেই
পূর্ণ কলস আসলেই শূন্য কুম্ভ
সব আড়ম্বরই এক প্রকার শূন্যতা উদ্যাপন
সব অন্ধকারে রাত মেশে না
যখন
অন্ধ রূপকার মুনাফিক আলোয় সাজায়
চাঁদের উপাখ্যান।
........................