আঙিনায় উড়ে এলে সূর্যানুগামী
কোনো ফুল...
পাখিদের স্বর্গরাজ্য থেকে

জীবনকে সহজ সত্য দেখায় ঈশপের গল্পকথার মত

যাহা গত তাহাই আজ
আপ্তবাক্য নির্মাল্যের মত কলাপাতায় মুড়িয়ে রাখাই যথেষ্ট নয়--
মানতে হবে অক্ষরে অক্ষরে।
আগামীকালের গলায় গতকালেরই সম্ভাষণ


.....................