বয়স ও সাঁকো একা পার হতে ভালোবাসে মানুষ।
আর ভালোবাসে সহজ আত্মপ্রদর্শন,পিঠ চাপড়ানো
ঋ' শব্দে স্বরের বোঝা তাই রি'তে চালিয়ে দেয়।
সন্ধ্যার কেবিনে যারা যায় সকলেই ধূর্ত নয়,কেউ কেউ
বশে আনতে পেরেছে বুনো ঘোড়া,সেইসব গল্প শোনাতে যায়
সস্তা মদের ঘোরে, কাজিয়া করে।
এঁটেল মাটিতে খুইয়ে আসে শেষমেশ জুতোর সুকতলা, মাঝরাতে
বৃষ্টি-ভেজা মুখে ফেরত নিয়ে আসে যমের কুকুর।