পুরনো আসবাব দেখতে শিখিয়েছে আমাদের-
'দেহ পট সনে নট সকলি হারায়'

হারায়  না কিছুই, ম্লান থেকে যায় স্মৃতির সেভিংসে...
'ম্লান' শব্দটা সময় গেলে বোঝা যায়
কতটা যুতসই।
............
কাঠটগরের গাছটায় কিছু ফুল গোছা গোছায় এখনও
কিন্তু আর কতদিন?
আছে,নেই
এই অভাব
পুরুষানুক্রমে যায়....